Posts

Showing posts from January, 2022

গতির সূত্রাবলি

Image
 সাধারণত স ময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে।   গতি ৫ প্রকার। যথাঃ চলন গতি,  ঘূর্ণন গতি,  জটিল গতি, পর্যাবৃত্ত গতি এবং  দোলন গতি বা স্পন্দন গতি ।  গতির সূত্রাবলিঃ- v=u+at s=ut+1/2at 2 v 2 = u 2  +2as S={(u+v)/2}t s=vt (s=   দূরত্ব, t= সময়, u= আদিবেগ, v=শেষবেগ, a= ত্বরণ) আরো পড়ুনঃ  সুরা আল-ইনশিরাহ  (পরিচয়, শানে নুযুল ও শিক্ষা) 

স্বামী স্ত্রীর মজার জোকস

👨‍💼&👩‍💼→স্বামী স্ত্রীর মজার জোকস 🤣🤣 ♥😜🤣 😶👩‍💼স্ত্রী তার 👨‍💼 স্বামী কে মেসেজ করলোঃ 🙂 👩‍💼স্ত্রী : অফিস থেকে আসার সময় 1 kg আটা, 1 kg আলু আর 500 gm চিনি নিয়ে আসবে । 😉 আর মারিয়া তোমাকে দেখা করতে বলেছে। 😛 👨‍💼স্বামী : মারিয়া কে? 😮 👩‍💼স্ত্রী : কেউ না । তুমি মেসেজটা পড়লে কিনা sure হয়ে নিলাম। 😉 😜😜😜 👨‍💼স্বামী : কিন্তু আমি তো মারিয়া সাথেই আছি, তুমি কোন মারিয়ার কথা বলছো? ;🤔 👩‍💼স্ত্রী : তুমি কোথায় ? 😕 👨‍💼স্বামী: সবজি বাজারের কাছাকাছি। 🙄 👩‍💼স্ত্রী : তুমি ওখানেই অপেক্ষা কর, 15 minute এর মধ্যে আমি আসছি ।  15 মিনিট পর স্ত্রী সবজি বাজারে পৌঁছে তার স্বামীকে মেসেজ পাঠালো....! 👩‍💼স্ত্রী : কই...🤔কোথায় আছো তুমি ? 😒 👨‍💼স্বামী : আমি অফিসে আছি, এখন তোমার যা বাজার দরকার, সেটা কিনে নাও ।😂 🤣      ❤️🤣❤️ (মজা লাগলে শেয়ার করবেন...প্লিজ) 

নায়াগ্রা জলপ্রপাত

Image
  নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান ও সৌন্দর্যঃ→ পৃথিবীতে এমন অনেক বৈচিত্র্যময় স্থান আছে, যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। নায়াগ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হলো নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাতের অবস্থানঃ নায়াগ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ওপর অবস্থিত  । জলপ্রপাতটি উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত।প্রায় ১৮০০ বছর পূর্বে ওন্টারিওর দক্ষিণে ২ থেকে ৩ কিলোমিটার বরফে ঢাকা ছিলো।  সমস্ত এলাকা জুড়ে বরফ এমন ভাবে ছিলো যেনো দেখলে মনে হতো শুভ্র সাদা কোন কাগজ হয়তো ভাঁজ করে রাখা হয়েছে। গ্রীষ্পমন্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ আর ফ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে শুরু করে। লেক ঈরি, নায়াগ্রা নদী এবং  লেক ওন্টারিও থেকে আসা পানি মিলে এক বিশাল জলপ্রপাত সৃষ্টি হয়। যাকে বর্তমানে আমরা নায়াগ্রা’র জলপ্রপাত বলে থাকি। এটি নায়াগ্রা নামক নদীর উপর অবস্থিত বলেই এর নাম “নায়াগ্রা” হয় বলে স্থানীয়দের ধারনা। আমেরিকান ফলস, ব্রাইডাল ভিল ফলস এবং কানাডা ফল্‌স নিয়ে নায়াগ্রা জলপ্রপ...