নায়াগ্রা জলপ্রপাত
নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান ও সৌন্দর্যঃ→
পৃথিবীতে এমন অনেক বৈচিত্র্যময় স্থান আছে, যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে। নায়াগ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হলো নায়াগ্রা জলপ্রপাত।
নায়াগ্রা জলপ্রপাতের অবস্থানঃ
নায়াগ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায়। বাকি দুই ভাগ কানাডায় অবস্থিত।
আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয়। কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায় ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালোভাবে দেখা যায়।
রঙধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না এখানে। মুগ্ধ পর্যটকদের দৃষ্টির খুব কাছেই জলপ্রপাতের জলরাশিতেই রঙধনু যেন নিজেই এসে ধরা দেয়।
আমেরিকায় নায়াগ্রা জলপ্রপাত বিখ্যাত এক পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে এটি এক ভয়ংকর সুন্দর জলপ্রপাত। মূলত, অষ্টাদশ শতক থেকে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায়। এখানে প্রতি বছরে প্রায় ৩০ মিলিয়ন পর্যটক আসেন। এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হল বসন্ত ও গ্রীষ্মকাল।
নায়াগ্রা জলবিদ্যুৎ কেন্দ্রঃ
১৬৭ ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে ৬৪ হাজার ৭৫০ ঘনফুট পানি নদীতে আছড়ে পড়ে।এটিই সমগ্র নিউইয়র্ক ও ওন্টারিও’র জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম উৎস। জলপ্রপাতটি দেশের শিল্প ও বাণিজ্যে যেমন সাহায্য করছে তেমনি এখানে ঘুরতে আশা পর্যটন শিল্প দ্বারা দেশের অর্থনীতিও শক্তিশালী করছে।
প্রকৃতির অপার বিস্ময় নায়াগ্রা জলপ্রপাতটিতে একবার ১৯৪৮ সালে বরফ জমে যায়। তখন প্রায় ৪০ থেকে ৪২ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় এর পানির স্রোত। এতে করে বিপাকে পড়ে যায় দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থা। কারণ, নায়াগ্রার জলবিদ্যুৎ এর উপর অনেকটাই নির্ভরশীল এই দেশের বিদ্যুৎ ব্যবস্থা। এই অবস্থা মোকাবেলার জন্য পরবর্তীতে ১৯৫০ সালে নায়াগ্রা চুক্তি’র মাধ্যমে জলপ্রপাতের জল নিয়ন্ত্রণ করা শুরু করা হয়।
প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজারও মানুষের ভিড় জমে এই জলপ্রপাতটি দেখতে। এখানে জলপ্রপাতের পানি পতনের কলকল গর্জন কানে মধুর সংগীতের মতো বাজে। সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার।
Comments
Post a Comment