সূরা আল-ইনশিরাহ(পরিচয়,শানে নুযুল ও শিক্ষা )

                বিসমিল্লাহির রাহমানির রাহীম 


সূরা আল-ইনশিরাহ

পরিচয়ঃ

সূরা আল-ইনশিরাহ মক্কি সূরাসমুহের অন্যতম।এর আয়াত সংখ্যা মোট ৮ টি।এটি আল-কুরআনের ৯৪ তম সূরা।সূরার প্রথম আয়াত নাশরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এ সূরার নাম রাখা হয়েছে আল-ইনশিরাহ।

শানে নুযুলঃ 

মহানবি হযরত মুহাম্মদ (স.) নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন।সারা আরবের লোক তাঁকে ভালোবাসত,শ্রদ্ধা করত,সম্মান দেখাত।তাকে আল-আমিন বলে ডাকত।নির্দ্ধিধায় তাঁর নিকট মূল্যবান ধন-সম্পদ গচ্ছিত রাখত।সর্বোপরি মহানবি (স.) ছিলেন সকালের প্রিয় ও শ্রদ্ধার পাত্র।কিন্তু নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স.) ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে।তারা তাঁকে নানাভাবে ঠাট্টা-বিদ্রূপ ও উপহাস করতে থাকে। তাঁকে কবি,গণক,যাদুকর,পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে। মহানবি (স.) ও নওমুসলিম সাহাবিগণের উপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চালাতে থাকে। এমনকি নামাযরত অবস্থায় মহানবি (স.)- এর উপর উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দিত,তাঁর চলার পথে কাঁটা বিছিয়ে রাখত,তাঁর কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত।এরকম নানাভাবে কাফিররা মহানবি (স.)- কে কষ্ট  দিচ্ছিল।কাফিরদের এরূপ ঠাট্টা-বিদ্রূপ ও অন্যায় অত্যাচারে রাসুলুল্লাহ (স.) উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন।এমন পরিস্থিতিতে আল্লাহ তায়ালা এ সূরা নাজিল করে মহানবি (স.)-কে সান্ত্বনা প্রদান করেন। 


শিক্ষাঃ

১.যে ব্যাক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা করে আল্লাহ তায়ালা তার অন্তর খুলে দেন। তাকে সৎ পথ প্রদর্শন করেন। 

২.আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন। 

৩.মানুষের মান-সম্মান,খ্যাতি-মর্যাদা সব কিছুই আল্লাহ তায়ালার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন।

৪.মানব জীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া চলবে না। বরং ধৈর্যসহকারে এর মোকাবেলা করতে হবে। 

৫.জীবনের প্রতি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। অতএব, এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। 

৬.পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তায়ালার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তায়ালার প্রতি মনোনিবেশ করা তাঁর প্রিয় বান্দার বৈশিষ্ট্য।

                                    সমাপ্ত 

Comments

Post a Comment

Popular posts from this blog

ফ্রি ফায়ারের এর জনক কে??কোন দেশে তৈরি??

স্বামী স্ত্রীর মজার জোকস