ফ্রি ফায়ারের এর জনক কে??কোন দেশে তৈরি??
ফ্রি ফায়ারের জনক কে??
ফ্রি ফায়ার 111 ডট স্টুডিও দ্বারা Develop করা হয়েছে এবং Garena দ্বারা প্রকাশিত হয়েছে। কে ফ্রি ফায়ার আবিষ্কার করেছে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে, যে নামটি উঠে এসেছে তার নাম ফরেস্ট লি। আর Garena এর প্রতিষ্ঠাতা হলেন ফরেস্ট লি।
ফরেস্ট লি একজন চীনা বংশোদ্ভূত। মানে তিনি চীন দেশে জন্মগ্রহণ করেন। কিন্তুু পরবর্তীতে সিঙ্গাপুরের চলে আসেন। আসার পর সিঙ্গাপুরের অধিবাসী হয়ে বেড়ে ওঠেন। এমনকি সিঙ্গাপুরের নাগরিকত্ব অর্জন করেন। তারপর Garena কোম্পানি প্রতিষ্ঠা করেন। সুতরাং ফ্রি ফায়ার সিঙ্গাপুরের গেম।
ফ্রি ফায়ার কিভাবে তৈরি হলোঃ
ফ্রি ফায়ার হলো বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও আলোড়ন সৃষ্টিকারী গেম। এটি এক ধরনের ব্যাটলগ্রাউন্ডস গেম। যা ১১১ ডটস স্টুডিও দারা বিকাশিত। প্রথমে গেম টি তৈরি হয়েছিল অফলাইনে খেলার জন্যে। তারপর বিভিন্ন আপডেটের মাধ্যমে অনলাইন গেম এ রূপান্তর করা হয়েছে।
২০১৯ সালে সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম হয়ে উঠেছে। জনপ্রিয়তার কারনে, গেমটি ২০১৯ সালে গুগল প্লে স্টোর দ্বারা ''সেরা জনপ্রিয় ভোট গেম'' এর জন্য পুরস্কার পেয়েছিল।
আরো পড়ুনঃ সুরা আল-ইনশিরাহ (পরিচয়, শানে নুযুল ও শিক্ষা)
২০২০ সালের মে পর্যন্ত, ফ্রি ফায়ার বিশ্বব্যাপী দৈনিক ৮০ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারীর সাথে একটি রেকর্ড তৈরি করেছে। নভেম্বর পর্যন্ত, ফ্রি ফায়ার বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলার আয় করেছে। দিনদিন বিভিন্ন আপডেটের মাধ্যমে আরও জনপ্রিয় করে তোলা হচ্ছে গেমটি।
Comments
Post a Comment