আলবার্ট আইনস্টাইনের জীবনী🔜
চলুন জেনে নিই আলবার্ট আইনস্টাইনের জীবনী সম্পর্কেঃ আলবার্ট আইনস্টাইন সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানীদের তালিকায় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নামটি সবচেয়ে উপরের দিকেই থাকবে। আলবার্ট আইনস্টাইনের জন্ম ১৮৭৯ সালের ১৪ মার্চ, জার্মানির এক ইহুদি পরিবারে হয়েছিলো। তার পিতার নাম হেরমান আইনস্টাইন ও মাতার নাম পৌলিন আইনস্টাইন। জন্মের সময় তারমধ্যে এমন একটি পার্থক্য ছিলো যা অন্য বাচ্চার থেকে তাকে আলাদা দেখাত। সেটি ছিলো তার মাথার আকৃতি, আইনস্টাইনের মাথার আকার অন্য বাচ্চাদের থেকে আকারে বড়ো ছিলো। ডাক্তার আইনস্টাইনের কথা বলতে পাড়া নিয়ে সন্দিহান ছিলেন কারণটি ছিলো তার মাথার বড়ো আকৃতি, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চার বছর বয়সে এক রাতের খাবার খাওয়ার সময়ে Einstein পরিবারের সবাইকে অবাক করে বলে ওঠেন স্যুপটি খুব গরম। তার কণ্ঠস্বর শুনে তার পিতা মাতা স্বস্তির নিশ্বাস ফেললেন। আইনস্টাইন ছোটবেলা থেকেই তার সমবয়সি বালকদের সাথে বেশি মিশতেন না এবং খেলতে পছন্দ করতেন না সে সবসময় আশপাশের বিভিন্ন বস্তু ও বিশ্ব জগতের বিষয়ে চিন্তা করায় নিজেকে ব্যাস্ত রাখতেন। আলবার্ট আইনস্টাইন সবসময় বলতেন যে আমার মধ্যে এমন বিশেষ কোনো গুন্...