আবদুল হাকিমের পরিচিতি
★কবি পরিচিতিঃ আবদুল হাকিম
আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে সন্দীপের সুধারামপুর গ্রামে আবদুল হাকিম জন্মগ্রহন করেন।মধ্যযুগের অন্যতম প্রধান কবি আবদুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম।নুরনামা আবদুুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ।তার অন্যান্য কাব্যগ্রন্থ হলোঃ ইউসুফ জোলেখা,লালমতি,সয়ফুলমুলক,শিহাবুদ্দিননামা,নসীহৎনামা,কারবালা ও শহরনামা । তিনি ১৬৯০ সালে মৃত্যু বরন করেন।
Comments
Post a Comment